Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

॥রফিকুল ইসলাম॥ পবিত্র মাহে রমজানের ১৯তম দিবসে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে গতকাল ২৫শে মে বিকালে শহরের পান্না চত্বরের কেনটন চাইনিজ রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মহফিলের পূর্বে জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব কাজীকেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী প্রমুখ বক্তব্য রাখেন।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, পবিত্র রমজান মাস দোয়া কবুলের মাস। রোজাদারের দোয়া আল্লাহ্ কবুল করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। তার জন্য দোয়া করতে হবে। সকল ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সকলকে ভূমিকা রাখতে হবে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, দোয়া কবুলের পবিত্র রমজান মাসে জেলা আওয়ামী লীগ এই ইফতার মাহফিলের আয়োজন করেছে। আমরা প্রধানমন্ত্রীর জন্য, সরকারের জন্য, দেশবাসীর জন্য দোয়া করবো। আল্লাহ্ যেন আমাদের দোয়া কবুল করেন।
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস। পবিত্র এই রমজানে আমাদের লক্ষ্য হোক মানবতা প্রতিষ্ঠা করা।
ইফতার মাহফিলে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী বলেন, পবিত্র এই রমজান মাসে আমাদের প্রধানমন্ত্রী ও দলের জন্য দোয়া করতে হবে। মহানবী যে আদর্শ রেখে গেছেন সে অনুযায়ী কাজ করাই আমাদের কাম্য।
সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফজলুল করিম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত পরিচালনা করেন আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান।