Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীর সরকারী উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী ভবনটি নিলাম স্থগিত করানোর আশ্বাস দিলেন এমপি

॥দেবাশীষ বিশ্বাস॥ রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুরাতন ভবনটি ভাঙ্গার নিলাম স্থগিত করানোর আশ্বাস দিয়েছেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
গতকাল ২৫শে মে দুপুরে নবগঠিত “ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ী” নামক কমিটির একটি প্রতিনিধি দল এমপির বাসভবনে গিয়ে তার সাথে সাক্ষাৎ করে ভবনটি রক্ষার গুরুত্ব তুলে ধরলে তিনি এই আশ্বাস দেন। আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, আমি ঐতিহ্যবাহী ভবনটি রক্ষার ব্যাপারে আপনাদের সাথে একমত পোষণ করি। ঈদের পর জেলা প্রশাসক, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সবাইকে নিয়ে বসে ভবনটি রক্ষার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ভবনটি ভাঙ্গার নিলাম স্থগিত করানোর বিষয়ে সংসদ সদস্যের আশ্বাসের বিষয়ে জানতে চাইলে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর অন্যতম সদস্য অংকুর স্কুল এন্ড কলেজের শিক্ষক শেখ আব্দুর রউফ হিটু বলেন, তিনি পবিত্র ওমরা হজ্ব পালন শেষে রাজবাড়ীতে আসার পর আমাদের সংগঠনের ‘সমন্বয়ক’ একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী অধ্যাপক মনসুর-উল করিম, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সম্পাদক কাজী আব্দুল বারী কুটিন এবং সাবেক সভাপতি এডঃ শফিকুল আজম মামুনসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে তার সাথে দেখা করলে তিনি ভবনটি রেখে অন্য জায়গার উপর বিদ্যালয়ের নতুন ১০তলা ভবন করা যায় কিনা সে ব্যাপারে তাৎক্ষণিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে আলোচনা করেন এবং ভবনটি ভাঙ্গার নিলাম কার্যক্রম স্থগিত করানোর আশ্বাস দেন।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী তার সাথে ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ীর প্রতিনিধি দলের সাক্ষাতের এবং ভবনটি রক্ষার ব্যাপারে তার দেয়া আশ্বাসের কথা স্বীকার করেন।
উল্লেখ্য, গত ৯ই মে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী পুরাতন ভবনটি নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারী কোষাগারে জমা দেয়ার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা প্রকৌশল শাখা থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটি পত্র প্রদান করা হয়। বিষয়টি জানাজানি হলে জেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে গত ২০শে মে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের এক সভায় ভবনটি রক্ষার জন্য ‘ঐতিহ্য সংরক্ষণ আন্দোলন রাজবাড়ী’ নামে একটি সংগঠন গড়ে তুলে তার ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।