Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জেটিআই কোম্পানীর সিগারেটের ডেলিভারী ভ্যান বিতরণ উদ্বোধন

গতকাল ২৫শে মে বিকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আকিজ টোব্যাকো কোম্পানী কিনে নেয়া জাপান টোব্যাকো ইন্ডাস্ট্রি(জেটিই)’র সিগারেট বাজারজাতকরণের জন্য রাজবাড়ী অঞ্চলের বিক্রয় কর্মীদের মধ্যে প্যাডেল চালিত ডেলিভারী ভ্যান বিতরণ উদ্বোধন করা হয়। এ সময় জেটিই’র টেরিটরি অফিসার মনি কুমার সিকদার ও মার্কেটিং অফিসার রায়হানসহ রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ১শত বিক্রয় কর্মী উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ইফতার মাহফিল ও কর্মীদের মধ্যে টিশার্টসহ অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয় -হেলাল মাহমুদ।