॥স্টাফ রিপোর্টার॥ পবিত্র মাহে রমজানের ১৮তম দিবসে রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের আয়োজনে গতকাল ২৪শে মে সংগঠনের সজ্জনকান্দাস্থ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আলমগীর হুছাইন, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-সেবা, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কাজী ইরাদত আলী, সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মুরাদ হাসান, জেলা বার এসোসিয়েশনের সভাপতি এডঃ গণেশ নারায়ণ চৌধুরী, সম্পাদক এডঃ কাজী আব্দুল বারী কুটিন, পাবলিক প্রসিকিউটর এডঃ মোঃ উজির আলী শেখ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাগণ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহুরুল হক, সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, সড়ক পরিবহন মালিক গ্রুপের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকসহ বাস মালিকগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি কাজী ইরাদত আলী অতিথিদেরকে স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে শহরের আটাশ কলোনী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সেলিম দেওয়ান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের ইফতার মাহফিল অনুষ্ঠিত
