Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া নাগরিক সমাজের আয়োজনে ইফতার মাহফিল

॥হেলাল মাহমুদ॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ‘দৌলতদিয়া নাগরিক সমাজ’ এর আয়োজনে গতকাল ২৪শে মে বিকালে দৌলতদিয়া রেস্ট হাউজ প্রাঙ্গনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দৌলতদিয়া নাগরিক সমাজের আহ্বায়ক ফকীর আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা ও গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নূরুল ইসলাম, উপদেষ্টা ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক মোস্তফা মুন্সি, উপদেষ্টা ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, উপদেষ্টা মোহাম্মদ আলী মোল্লা, আওয়ামী লীগ নেতা নাজিরুল ইসলাম দুলু, নেকবর হোসেন মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতর আলী সরদার, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দিন রনি, আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন গেদু, গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন এবং সাবেক ছাত্রলীগ নেতা এনায়েত হোসেন জাকির, মামুন অর রশিদ ও গোবিন্দ চন্দ্র মন্ডলসহ প্রায় ২শত মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন দৌলতদিয়া বাস টার্মিনাল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ হোসাইন।