Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালী উপজেলা পরিষদ নির্বাচনে ১৬জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

॥কালুখালী প্রতিনিধি॥ পঞ্চম ধাপে আগামী ১৮ই জুন অনুষ্ঠিতব্য রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ১৬জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসীল অনুযায়ী গতকাল ২১মে ছিল প্রার্থীদের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন। সে অনুযায়ী গতকাল মঙ্গলবার শেষ দিন পর্যন্ত কালুখালী উপজেলা নির্বাচন অফিসার(অঃ দাঃ) মোঃ আব্দুল আলিমের নিকট চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৮জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন ঃ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, জাতীয় পার্টির প্রার্থী মোঃ আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো এবং আরেক স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন ঃ কালুখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলী মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক তনয় চক্রবর্তী শম্ভু, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মোঃ আরাফাত হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডঃ আব্দুস সাত্তার, সাংবাদিক ফজলুল হক, শেখ এনায়েত হোসেন, রফিকুল ইসলাম, এবং একেএম মোজাম্মেল হক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারীরা হলেন ঃ বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শারমিন আক্তার, মহিলা আওয়ামী লীগ নেত্রী রেহানা পারভীন, মোছাঃ ডলি পারভীন এবং মিসেস রাশিদা ইয়াসমিন।
মনোনয়নপত্র দাখিলের পর প্রার্থীদের সকলেই বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আগামী ১৮ই জুন এ উপজেলার ১লক্ষ ১৭হাজার ৭৬৩জন ভোটার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নতুন চেয়ারম্যান ও ২জন ভাইস চেয়ারম্যান নির্বাচিত করবে।