॥হেলাল মাহমুদ॥ প্রায় দুই মাস আগে চলতি মওসুমের প্রথম ঝড়ের সময় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার চর বালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে বিদ্যুতের একটি খুঁটি মাঝ বরাবর ভেঙ্গে রাস্তার অপর পাশের বিদ্যুতের তারের উপরে পড়ে।
তারপর থেকে দীর্ঘদিন অতিবাহিত হলেও বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে খুঁটিটি এখনও অপসারণ করা হয়নি। এর ফলে বিদ্যালয়টির শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি বিদ্যুৎ বিভাগকে বারবার জানানো হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এতে যে কোন সময় দুর্ঘটনার আশংকা বিরাজ করছে।
স্থানীয় বাসিন্দা তারাপদ বিশ্বাস জানান, আমাদের পৌর কাউন্সিলর নিজাম উদ্দিন শেখ বিদ্যুৎ বিভাগের সাথে কথা বলে এই খুঁটিটি স্থাপন করেন। কিন্তু খুঁটিটি ঝড়ে ভেঙ্গে যাওয়ার পর বিষয়টি বারবার বিদ্যুৎ বিভাগকে জানানো হলেও তারা কোন ব্যবস্থা নেয়নি। ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে শিক্ষার্থীসহ সকলকে এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে।
চর বালিয়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী নদী আক্তার জানায়, খুঁটিটি ভেঙ্গে যাওয়ার পর থেকে আমাদেরকে জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে আসা-যাওয়ার করতে হচ্ছে। যে কোন সময় এখানে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা দ্রুত ভেঙ্গে যাওয়া খুঁটিটি অপসারণের দাবী করছি।
গোয়ালন্দে বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীরা!
