॥পাংশা প্রতিনিধি॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন ও পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস যৌথভাবে এবারে পাংশা শহরের যানজট নিরসনে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
এ ব্যাপারে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে গতকাল ৪ঠা মার্চ বিকেলে এক বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম নজরুল, পাংশা থানার অফিসার ইনচার্জ মোঃ মোফাজ্জেল হোসেন, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পৌরসভার প্যানেল মেয়র ওদুদ সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি নিখিল কুমার দত্ত, পৌরসভার কাউন্সিলর আব্দুল আলীম মুন্সী, পাংশা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোক্তার হোসেন, জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইদ্রীস আলী বাবু, পাংশা সরদার স্ট্যান্ড ট্রাক ড্রাইভার কল্যাণ সমিতির আব্দুল মজিদসহ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৈঠকে পাংশা শহরে যানজট নিরসনে পাংশা বারেক মোড় ও ট্যাম্পু ষ্ট্যান্ডে অটো বাইক স্ট্যান্ড করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বৈঠক শেষে কর্মকর্তাবৃন্দ পাংশা বারেক মোড় ও ট্যাম্পু ষ্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন।
এদিকে পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি নিখিল কুমার দত্ত ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ পাংশা শহরে যানজট নিরসনে সার্বিক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। আগামী রবিরার থেকে শহরের যানজট নিরসনের গৃহীত সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।