॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কর্তৃক গতকাল ১৬ই মে রাজবাড়ী বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় জগদীশ মিছরি ভান্ডার ও শিশির মিছরি ভান্ডার নামের ২টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ৫শত টাকা করে এবং অননুমোদিত রং ব্যবহারের দায়ে নবকুমার মিছরি ভান্ডার ও কাজী ফুড প্রোডাক্টসকে একই আইনের ৪২ ধারায় যথাক্রমে ২হাজার ও ৫হাজার টাকা জরিমানার পাশাপাশি মিষ্টি জাতীয় খাদ্য তৈরীতে ব্যবহৃত ক্ষতিকর রং জব্দ করে ধ্বংস করা হয়।
এছাড়াও অভিযানকালে বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
রাজবাড়ী বাজারের ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা
