Site icon দৈনিক মাতৃকণ্ঠ

পাংশা শহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন দোকানীর জরিমানা

॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা শহরের কালীবাড়ী তিন রাস্তার মোড় বাজারে গতকাল ১৬ই মে বিকেলে বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত।
বিকেল চারটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী সময়ে বাজারের মুদিখানা, চাউল, ফল ও মিষ্টির অন্তত ২০টি দোকানে অভিযান চালিয়ে ৩দোকানীকে ৬হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। মিষ্টির দোকানী বাচ্চুকে ৩হাজার টাকা, ফলের দোকানী আকরাম হোসেনকে ২হাজার টাকা ও জাহিদকে ১হাজার টাকা মোট ৬হাজার টাকা জরিমানা করা হয়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতকে পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান, পাংশা মডেল থানার এস.আই নুরুল আমীন ও এস.আই রফিকুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সহযোগিতা করেন। পাংশা শহরে ভ্রাম্যমান আদালত চলাকালে উৎসুক জনতা ভীড় জমায়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ভ্রাম্যমান আদালতকে স্বাগত জানায়।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির গুরুত্বারোপ করেন। সেই সাথে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন তিনি।