Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে গণমাধ্যম কর্মীগণের সাথে সনাকের মতবিনিময় সভা

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ীতে দুর্নীতি বিরোধী কার্যক্রমে সম্পৃক্ততার বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় গণমাধ্যম কর্মীগণের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বিকেলে রাজবাড়ী সচেতন নাগরিক কমিটি কার্যালয়ে সংস্থার সভাপতি প্রফেসর সংকর চন্দ্র সিনহা’র সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি এডঃ নাজমা সুলতানা, টিআইবি’র এরিয়া ম্যানেজার পুলক রঞ্জন পালিত ও এসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আবু ছায়েদ, এছাড়াও সংবাদিকদের মধ্যে কাজী আব্দুল কুদ্দুস বাবু, এম.মনিরুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, সৌমিত্র শীল চন্দন, হেলাল মাহমুদ ও দেবাশীষ বিশ^াস।
এ সময় বক্তরা বলেন, সনাক গভীর ভাবে বিশ^াস করে দুর্নীতি বিরোধী আন্দোলনের অন্যতম শক্তি ও প্রেরণা হচ্ছে গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। গণমাধ্যম কর্মীরা আগামী দিনে আমাদের পথচলার অন্যতম সহযাত্রী। সনাক ও সাংবাদিকদের সাথে পারস্পরিক যোগাযোগ, সম্পর্কের উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে দুর্নীতি বিরোধ আন্দোলন আসবে নতুন মাত্রা, সুশাসন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের আগামীর পথচলা মসৃণ, সফল ও কার্যকর হবে।