॥স্টাফ রিপোর্টার॥ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম গতকাল ১৫ই মে দুপুরে বালিয়াকান্দি বাজারে ভ্রাম্যমান বাজার অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় বালিয়াকান্দি বাজারের মেসার্স অরিন ইলেকট্রনিক্স ও মেসার্স সরকার ট্রেডার্স নামের ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় ২হাজার টাকা করে এবং যথাযথভাবে পণ্যের মোড়ক ব্যবহার না করায় মিনিস্টার মাইওয়ান নামের আরেকটি প্রতিষ্ঠানকে একই আইনের ৩৭ ধারায় ৫হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানকালে বাজারের বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন এবং ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্বলিত লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলতে সকলকে উদ্বুদ্ধ করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিক ও বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর পনিরুজ্জামান পনিরসহ জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।
বালিয়াকান্দি বাজারের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
