॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতালয়ের এক পতিতার ঘর থেকে গতকাল ১৪ই মে খরিদ্দার মুরহম হোসেন(৪৫) নামের এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
তিনি পাবনা জেলার সাথিয়া উপজেলার শিনদাহ গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই ফরহাদ হোসেন শেখ জানান, দৌলতদিয়া যৌনপল্লীর আইয়ুব মন্ডলের বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মী লাকীর ঘর থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তবে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যৌন উত্তেজক ঔষুধ সেবনর ফলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক খরিদ্দারের লাশ উদ্ধার
