॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৩ই মে সকালে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ উপজেলা সন্ত্রাস-নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা এবং ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সভাগুলোতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মোল্লা, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা শিক্ষা অফিসার আশরাফুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সায়, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নায়েব আলী শেখ, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন খান, জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, বালিয়াকান্দি থানার এসআই দিপন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল মিয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাগণসহ কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। সভাগুলোতে চলমান রমজান মাসে খাদ্য পণ্যে ভেজাল রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বালিয়াকান্দি উপজেলা আইন-শৃংখলা কমিটির সভাসহ ৩টি সভা অনুষ্ঠিত
