॥কালুখালী প্রতিনিধি॥ বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় রাজবাড়ী জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় কালুখালী উপজেলাতে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৭ই মে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মোঃ শাহীন সুলতান রাজা, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মাছিদুর রহমান ও সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তব্যের শেষে সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। কালুখালী উপজেলার ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩১জন শিক্ষার্থী মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণে অংশগ্রহণ করে।
কালুখালীতে সাঁতার প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
