॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৪)কে জোরপূর্বক তুলে নিয়ে নগ্ন করে মোবাইল ফোনে ছবি ধারণ করেছে বখাটেরা। শুধু তাই নয় ২০হাজার টাকা না দিলে সেই ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছে তারা।
এ ঘটনায় গত ১০ই মে সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিন বখাটের বিরুদ্ধে রাজবাড়ী থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে পুলিশ হারুনকে গ্রেফতার করেছে।
মামলার আসামীরা হলো ঃ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের মান্নান শেখের ছেলে হারুন শেখ(৩০), মুকুন সরদারের ছেলে রিপন সরদার(২৫) ও রশিদ শেখের ছেলে তৈয়ব শেখ(৩০)।
মামলার এজাহারে ওই ছাত্রীর বাবা উল্লেখ করেন, গত ৭ই মে রাত ৮টার দিকে তার মেয়ে নিজ বাড়ীর দক্ষিণ দিকে টিউবওয়েলে অজু করতে যায়। এ সময় টিউবওয়েলের পাশে থাকা পায়ে হাটা রাস্তা দিয়ে হারুন, রিপন ও তৈয়ব হেটে যাচ্ছিলো। হঠাৎ তারা টিউবওয়েলের কাছে এসে তার মেয়ের মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে তারা তার মেয়ের জামাকাপড় খুলতে যায়। তার মেয়ে বাঁধা দিলে বখাটেরা তার মেয়েকে চর-থাপ্পর মেরে জামাকাপড় খুলে নগ্ন করে ফেলে। এরপর তারা মোবাইল ফোনে তার মেয়ের নগ্ন ছবি ধারণ করে। এরপর বখাটেরা তার মেয়েকে বলে, দুই দিনের মধ্যে তোর বাবাকে বলবি ২০হাজার টাকা দিতে। নইলে তোর নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিবো। তখন ওই রাস্তা দিয়ে স্থানীয় মুসল্লিরা নামাজের জন্য এলে বখাটেরা তার মেয়েকে নগ্ন অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী থানার এস.আই জাহিদুল ইসলাম বলেন, মামলার প্রধান আসামী হারুনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকী দুই আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
রাজবাড়ী সদরের আলীপুরে স্কুল ছাত্রীকে নগ্ন করে মোবাইলে ছবি ধারণ॥থানায় মামলা॥১জন গ্রেফতার
