Site icon দৈনিক মাতৃকণ্ঠ

উত্তর.কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা ॥ জাপানে আতঙ্ক বিরাজমান

॥মাতৃকন্ঠ ডেস্ক॥ উত্তর কোরিয়া জাপান সাগর অভিমুখে চারটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে এটিকে নতুন হুমকি হিসেবে অভিহিত করেন। এসবের মধ্যে তিনটি ক্ষেপণাস্ত্র প্রাায় এক হাজার কিলোমিটার পথ অতিক্রম করে জাপানের এক্সক্লুসিভ ইকোনোমিক জোনে (ইইজেড) আঘাত হানে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, উত্তর কোরিয়া চীন সীমান্তবর্তী তাদের তংচাং-রি অঞ্চল থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এসব ক্ষেপণাস্ত্রের ধরণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা না গেলেও উত্তর কোরিয়ার যেকোন ধরণের ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিষিদ্ধ করেছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর এক কর্মকর্তা জানান, সোমবার স্থানীয় সময় ৭ টা ৩৬ মিনিটে উত্তর কোরিয়া এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে।
এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, তারা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর বিষয়টি সনাক্ত করেছে। তবে তারা জোরদিয়ে বলেছে, এটি উত্তর আমেরিকার জন্য কোন হুমকি না। শুক্রবার পিয়ংইয়ং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ফোয়াল ঈগল নামের যৌথ সামরিক মহড়ার জবাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়েছিল। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মুখপাত্র মার্ক টনার এক বিবৃতি বলেন, ‘যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কঠোর নিন্দা জানিয়েছে।