॥প্রতিনিধি॥ পাংশা থেকে প্রকাশিত সাপ্তাহিক পাংশা বার্তা পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জুর মিয়ার পিতা হাসান আলী(৯০) বার্ধক্যজনিত কারণে গতকাল ১১ই মে সকাল সোয়া ৭টায় উপজেলার মাগুরাডাঙ্গী গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বাদ আসর জানাযার নামাজ শেষে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৬ মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে বালিয়াকান্দি প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পাংশা বার্তার সম্পাদক রঞ্জুর পিতার ইন্তেকাল
