॥দেবাশীষ বিশ্বাস॥ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডঃ পলাশ কুমার রায়কে কারা অভ্যন্তরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১০ই মে সকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু মহাজোট রাজবাড়ী জেলা শাখা এই কর্মসূচীর আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে জেলা হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক এডঃ বাসুদেব প্রামানিকের সভাপতিত্বে যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর সরকার এবং সাংগঠনিক সম্পাদক নৃপেন ব্যানার্জীসহ সংগঠনের জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তাগণ বলেন, এডঃ পলাশ কুমার রায়কে হত্যার ঘটনা হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংকের সৃষ্টি করেছে। তারা এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবী জানান।
এডঃ পলাশ রায়কে কারা অভ্যন্তরে হত্যার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন-বিক্ষোভ
