Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী

॥কবির হোসেন॥ আন্তর্জাতিক নারী দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে ‘নারী-পুরষ সমতায় উন্নয়নের যাত্রা বদলে যাবে বিশ্ব, কর্মে নতুন মাত্রা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে গতকাল ৫ই মার্চ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করা হয়।
রাজবাড়ী শহরের প্রধান সড়কের জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে পান্না চত্ত্বর পর্যন্ত অনুষ্ঠিত মানবন্ধনে এলজিইডি, নারী পুলিশ সদস্য, জেলা মহিলা পরিষদ, ব্র্যাক, রাস, আহছানিয়া মিশনসহ বিভিন্ন এনজিও অংশগ্রহণ করে।
মানববন্ধন চলাকালে জেলা প্রশাসক জিনাত আরা, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী খান.এ শামীম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, জেলা ব্র্যাক প্রতিনিধি নেফাজ উদ্দিন এবং এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খান ও সদর উপজেলা নিবাহী অফিসার সৈয়দা নুরমহল আশরাফী প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক জিনাত আরা তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারীর ভূমিকা অপরিসীম। উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য নারীর অধিকারকে প্রাধান্য দিতে হবে। গার্মেন্টস শিল্পে বিপুল সংখ্যক নারী কাজ করে অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান সরকার নারী বান্ধব সরকার। ২০১১ সালে নারী নীতি প্রণয়ন, মাতৃত্বকালীন সুবিধা, বাবার পাশাপাশি মায়ের নাম বাধ্যতামূলক করাসহ এ ধরণের নারী উন্নয়নমূলক কর্মকান্ড সরকার ইতিমধ্যে গ্রহণ করেছে।
উল্লেখ্য, এই মানববন্ধন পালন করা ছাড়াও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগামী ৮ই মার্চ সকালে র‌্যালী এবং অফিসার্স ক্লাবে আলোচনা সভা ও নারী মেলা অনুষ্ঠিত হবে।