Site icon দৈনিক মাতৃকণ্ঠ

চলন্ত বাসে নার্সকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় মহিলা পরিষদের স্মারকলিপি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ঢাকার ইবনে সিনা হাসপাতালের জ্যেষ্ঠ নার্স শাহিনুর আক্তার তানিয়া (২৩)কে চলন্ত বাসের মধ্যে গণধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজবাড়ী জেলা শাখা।
গত ৯ই মে রাজবাড়ীর জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়। জেলা মহিলা পরিষদের সভানেত্রী লাইলী নাহার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদিকা ডাঃ পূর্ণিমা দত্তের স্বাক্ষরিত স্মারকলিপিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্তা করাসহ সর্বস্তরের নারী-শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানানো হয়েছে -প্রেস বিজ্ঞপ্তি।