Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দিতে মৎস্য চাষের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে আরডি/এফএফদের প্রশিক্ষণ ও মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
গতকাল ৯ই মে সকালে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা ও সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়) এর আওতায় কার্পমিশ্র, কার্পনার্সারী ও ধানক্ষেতে মাছ চাষের উপর ১৮ জন আরডি/এফএফের ২য় ধাপের এই প্রশিক্ষণ এবং ৭জন আরডির মধ্যে মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়।
এ সময় প্রকল্প পরিচালক অজিত কুমার পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা(অঃ দাঃ) রবিউল হক, উপজেলা সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলাম, মৎস্য অফিসের এফএ ইতি খাতুন, রাওফুর মোরসালিন ও ইমরান মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।