॥এম.এইচ আক্কাছ॥ নির্মাণাধীন পদ্মা সেতুতে বালু সরবরাহের নামে প্রভাবশালী মহলের ছত্রছায়ায় রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মজলিশপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র।
গত ৬ই মে বিকালে গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সেখানে অভিযানে চালিয়ে কোটি টাকা মূল্যের ড্রেজার মেশিন জব্দ করাসহ অবৈধভাবে বালু উত্তোলনকারী চক্রের ৪জন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ঃ মানিকগঞ্জের শিবালয় বাজার এলাকার ওহাব মৃধার ছেলে লুৎফর মৃধা(৪১), হরিরামপুর উপজেলার বাহেরচর পশ্চিম পাড়ার শফিক বিশ্বাসের ছেলে খোকন বিশ্বাস(২৯), একই উপজেলার (হরিরামপুর) বালিয়াকান্দি গ্রামের সামছুল ইসলাম(৬০) এবং চাঁদপুরের মতলব উপজেলার দশানী উত্তর পাড়ার আবু কালামের ছেলে আবু রায়হান(১৯)।
গোয়ালন্দ ঘাট থানার এস.আই ওলিয়ার রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের ৫(১)/১১ ও ১৫(১) ধারায় থানায় মামলা দায়ের করেন। পরের দিন ৭ই মে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেফতারকৃতরা জানায়, বালু ব্যবসায়ীরা পদ্মা সেতুতে বালু সরবরাহের কথা বলে তাদেরকে ড্র্রেজারসহ এখানে নিয়ে আসে। এখানে আসার পর তারা অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়টি বুঝতে পেরে চলে যেতে চাইলেও তাদেরকে যেতে দেয়া হয়নি। ফরিদপুরের মিন্টু চেয়ারম্যান, মানিকগঞ্জের শিবালয়ের লালন ফকির ও আজাদ এবং পিরোজপুরের ভান্ডারিয়ার হেমায়েত উল্লাহ এই অবৈধ বালু ব্যবসার হোতা। থানা পুলিশের অভিযানের সময় হেমায়েত উল্লাহসহ আরো ২/৩জন ট্রলারযোগে পালিয়ে যায়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি মোঃ এজাজ শফী জানান, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে স্পীডবোট নিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ট্রলারযোগে ২/৩ জন পালিয়ে গেলেও ৪জনকে গ্রেফতার এবং প্রায় কোটি টাকা মূল্যের ড্রেজার মেশিনটি জব্দ করা হয়।
উল্লেখ্য, ফরিদপুর ও মানিকগঞ্জ জেলার সরকারীভাবে নদী থেকে বালু উত্তোলন বন্ধ থাকলেও প্রভাবশালী বালুদস্যু চক্রটি ফরিদপুর ও মানিকগঞ্জের নদী থেকে বালু উত্তোলনের পর এবার রাজবাড়ী জেলার গোয়ালন্দ পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উলোলন শুরু করেছিল। ফলে বৈধভাবে রাজবাড়ীর পদ্মা নদীর বালু মহালের ইজারাদারদের ক্ষোভের সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে থানা পুলিশ অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। তবে এ চক্রের মূল হোতারা গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
গোয়ালন্দের পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার মেশিনসহ ৪জন গ্রেপ্তার
