॥মোক্তার হোসেন॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে ‘জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ৮ই মে দুপুরে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ আনজুয়ারা খাতুন সুমীর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস, পাংশা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র রাশিদা ইয়াসমিন, রাজবাড়ী জেলা সেনেটারী ইন্সপেক্টর ও রাজবাড়ী জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক ও সাংবাদিক মোঃ মোক্তার হোসেন বক্তব্য রাখেন।
ব্যবসায়ীদের মধ্যে মোঃ আব্দুর রশিদ ও আবু বক্কার সিদ্দিক প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান।
প্রধান অতিথি রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বকস বলেন, নিরাপদ খাদ্য বজায় রাখতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে। তাই স্বাস্থ্য সম্মত পরিবেশে, নিরাপদ খাদ্য তৈরী ও পরিবেশন নিশ্চিত করতে হবে। ভেজাল প্রতিরোধে সমন্বিত প্রচেষ্টার গুরুত্বারোপ করেন তিনি। নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নেও দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
পাংশা উপজেলায় ভেজালমুক্ত খাদ্য নিশ্চিতকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
