Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীর রূপসা মেধা চয়ন একাডেমীর ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

॥মোখলেছুর রহমান॥ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রূপসা মেধা চয়ন একাডেমীর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৪ঠা মার্চ সন্ধ্যায় একাডেমী প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম। রূপসা মেধা চয়ন একাডেমীর সভাপতি ও কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিমের সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম, রতনদিয়া ইউপির চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফা, রূপসা মেধা চয়ন একাডেমীর প্রধান শিক্ষিকা লাবনী খানম, কালুখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আঃ খালেক মাস্টার প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম খায়ের ও মিজানুর রহমান মজনু, কালুখালী থানার অফিসার ইনচার্জ নূরে আলম ফকির, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম, যুগ্ম-সম্পাদক তন্ময় চক্রবতী শম্ভু, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মোল্লা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোন্দকার আনিসুল হক বাবু, মদাপুর ইউপির চেয়ারম্যান আবুল কালাম মৃধা, রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আজিজ, সূর্য্যদিয়া মদাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল ও সমাজসেবী ইঞ্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম বলেন, আমার প্রধান কাজ নির্বাচনী এলাকার শিক্ষার মান উন্নয়ন করা। শিক্ষার পাশাপাশি বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরে তিনি বলেন, বিগত সরকারের আমলে এই এলাকায় কোন উন্নয়ন হয় নাই। মানুষ রাস্তার অভাবে চলাফেরা করতে পারতো না। আওয়ামীলীগ সরকার আসার পর আমি অনেক রাস্তা-ঘাট তৈরী করছি। বিশেষ করে চর এলাকার মানুষের দাবী-দাওয়ার মধ্যে কিছু পূরণ করেছি এবং বাকী দাবী-দাওয়াগুলোও পূরণ করার চেষ্টা করছি। এ সময় তিনি রূপসা মেধা চয়ন একাডেমীর উন্নয়নের জন্য ৮লক্ষ টাকা, স্কুল মাঠের মাটি ভরাটের জন্য ২লক্ষ ৮৫ হাজার টাকা এবং চর এলাকায় বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম একাডেমীর বিভিন্ন উন্নয়নের জন্য ১০লক্ষ টাকা বরাদ্দ দেওয়ার ঘোষণা দেন।
তিনি স্থানীয় হিরু মোল্লার ঘাট ও মাধবপুর বাজারের পাশে ব্রীজের কাজ দ্রুত করার চেষ্টা করছেন বলে জানান এবং প্রধানমন্ত্রীর জন্য সকলের দোয়া কামনা করেন।