॥স্টাফ রিপোর্টার॥ গতকাল ৬ই মে সারাদেশে এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সকালে রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী আনুষ্ঠানিকভাবে কেন্দ্র সচিবদের নিকট ফলাফল হস্তান্তর করেন।
এ বছর রাজবাড়ী জেলায় ১৩হাজার ৫৪২জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১০ হাজার ৭১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৪.৩৭%। এসএসসিতে মোট জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন।
অপরদিকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে ২ হাজার ১২০ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ১ হাজার ৬৩৬ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৭৭.১২%। দাখিল পরীক্ষায় মোট জিপিএ-৫ পেয়েছে ১৪ জন পরীক্ষার্থী।
এসএসসির ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে জেলার মধ্যে সেরা হয়েছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে মোট ৩৬০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৩০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৮৩.৬১%। জিপিএ-৫ পেয়েছে ২২ জন পরীক্ষার্থী। অপরদিকে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ২২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ২০৮ জন পাস করেছে। পাসের হার ৯২.০৪%। জিপিএ-৫ পেয়েছে ১৮ জন পরীক্ষার্থী।