Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রামকান্তপুর ইউনিয়নের আসন্ন নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য ১ কোটি ৪৪লাখ ৪৮হাজার ৬২৭ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
গত ৩০শে এপ্রিল দুপুরে ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি সচিব সৈয়দ মেহেদী মাসুদ এ বাজেট ঘোষণা করেন।
বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান ও সভাপতিত্ব করেন রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাশেম বিশ^াস। এ সময় ইউপি সদস্য ও স্থানীয় এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ৩৯লাখ ৯৪হাজার ৯৬৭টাকা। উন্নয়নমুলক আয় ধরা হয়েছে ১কোটি ৪লাখ ৫৩হাজার ৬৬০টাকা। রাজস্ব হিসেবে সর্বোচ্চ আয় ধরা হয়েছে গৃহকর খাতে। এ খাতে আয় ধরা হয়েছে ৬লাখ ৪৮হাজার ৬৪৭টাকা। এছাড়াও উন্নয়ন হিসেবে সর্বোচ্চ ২০লাখ ৫০হাজার টাকা আয় ধরা হয়েছে এলজিএসপি প্রকল্প হতে।
অপরদিকে, রাজস্ব ব্যয় ৩৬লাখ ৬৬হাজার ৩৯৩টাকা ও কর আদায়ে ব্যয় ধরা হয়েছে ৭৭হাজার ৭৫৩টাকা। তবে সর্বোচ্চ ব্যয় ধরা হয়েছে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও কর্মচারীদের বেতন এবং সম্মানী ভাতা খাতে।