Site icon দৈনিক মাতৃকণ্ঠ

কালুখালীতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠিত

॥কালুখালী প্রতিনিধি॥ ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলাতে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৬ই মে বেলা ১১টায় রতনদিয়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার।
অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, রতনদিয়া সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী এবং মেলায় অংশগ্রহণকারী স্কুলগুলোর শিক্ষক-শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন। আলোচনার শেষে অতিথিগণ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার ইমতিয়াজ দেওয়ান মুরাদ।