Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা গতকাল ৪ঠা মে বেলা ১১টায় হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
কমিটির সভাপতি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাসের সভাপতিত্বে সভায় কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্স, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ গোলাম মোস্তফা এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহ্রাবসহ কমিটির অন্যান্য সদস্যগণ অংশগ্রহণ করেন।
সভায় হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সুষ্ঠু ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীসহ কমিটির সদস্যগণ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।