Site icon দৈনিক মাতৃকণ্ঠ

গোয়ালন্দে স্বাধীনতা বিরোধীর নামে থাকা সড়কের ফলক অবশেষে ভেঙ্গে অপসারণ

॥গোয়ালন্দ প্রতিনিধি॥ স্বাধীনতা বিরোধীর নামে নামকরণকৃত রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার প্রধান সড়কের নামকরণ ফলকটি গত ১লা মার্চ ভেঙ্গে অপসারণ করা হয়েছে। এরআগে গত ১৬ই জানুয়ারী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ আবদুর রউফ মিয়া স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গোয়ালন্দ পৌর কর্তৃপক্ষের হাতে গত ২২শে জানুয়ারী এসে পৌছে।
মন্ত্রণালয়ের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, স্বাধীনতা বিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণকৃত সড়কগুলোর নামকরণ পরিবর্তন করে দেশপ্রেমিক কবি ও সাহিত্যিক, স্থানীয় শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদদের নাম করণের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা গেল। ২০১৬ সালের ২৭শে নভেম্বর স্থানীয় সরকার বিভাগ, সমন্বয় ও কাউন্সিল শাখা হতে প্রাপ্ত পত্রের স্মারক নাম্বার উল্লেখ করে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত পত্রের ছায়ালিপি প্রেরণ করা হলো।
উক্ত পত্রের সংযুক্ত তালিকায় বর্ণিত ৩২টি সড়কের বিষয়ে জেলা প্রশাসকের সাথে সমন্বয় করে স্বাধীনতা বিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের নামে নামকরণকৃত সড়ক এবং অন্য কোন স্থাপনার নাম থাকলে তা পরীক্ষান্তে পরিবর্তন করে দেশপ্রেমিক কবি ও সাহিত্যিক, স্থানীয় শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধা এবং দেশপ্রেমিক গণ্যমান্য ব্যক্তি ও রাজনীতিবিদদের নাম করণের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে প্রেরণ করার জন্য বলা হয়। ওই পত্রের ছায়ালিপিতে ৩২টি সড়কের মধ্যে প্রথমে গোয়ালন্দ পৌরসভার ‘হানিফ মোল্লা সড়ক’-এর নাম রয়েছে। ওই পত্রে ফরিদপুর, মাদারীপুর, নাটোর, সাতক্ষীরা, বাগেরহাট, সুনামগঞ্জ, চট্রগ্রাম, নোয়াখালী, মাগুরা ও কক্সবাজার জেলার বিভিন্ন সড়কের নাম উল্লেখ রয়েছে।
গোয়ালন্দ পৌরসভা শহরের অন্যতম প্রধান সড়ক এটি। ২০১১ সালের ৯ই অক্টোবর গোয়ালন্দ বাজার বড় মসজিদ সংলগ্ন এ ব্যাপারে সড়কের নাম ফলক লাগানো হয়। এতে দেখা যায়, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর অর্থায়নে স্থানীয় মের্সাস চৌধুরী ট্রেডার্স সড়কটির কাজ করেন। বাস্তবায়নে রয়েছে গোয়ালন্দ পৌরসভা। ওই দিন আনুষ্ঠানিকভাবে ‘হানিফ মোল্লা সড়ক’ উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী ও পৌরসভার মেয়র শেখ মোঃ নিজাম।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম শফি জানান, মুক্তিযুদ্ধকালীন সময় তৎকালীন চেয়ারম্যান হানিফ মোল্লা স্বাধীনতা বিরোধী ভূমিকা পালন করেন। যখন পৌরসভা থেকে গোয়ালন্দ বাজারের গুরুত্বপূর্ণ এই সড়কের নামককরণ তার নামে করে তখন মনে ক্ষোভ কাজ করলেও প্রতিবাদ করিনি। স্থানীয় সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে একজন শহীদ মুক্তিযোদ্ধার নামে নামকরণের প্রস্তাব রাখছি।
গত ১লা মার্চ বেলা এগারটার দিকে দুই জন লোক এসে হানিফ মোল্লা সড়ক লেখা ফলকটি ভেঙ্গে ফেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যবসায়ী রেজাউল করিম রাজা জানান, প্রায় দুই ঘন্টা সময় নিয়ে নাম ফলকটি ভেঙ্গে ফেলার পর সেটি রিক্সায় উঠিয়ে তারা চলে যান। তার মতে হানিফ মোল্লা একজন খ্যাতিমান ও জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। যে কারণে তার নামেই এই সড়কটি নামক করণ করা হয়। কিন্তু এত বছর পর এসে এভাবে নামফলকটি ভেঙ্গে ফেলা কতটুকো যুক্তিসঙ্গত আমার জানানেই।
এ বিষয়ে জানতে চাইলে গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র কোমল কুমার সাহা জানান, ২৮শে ফেব্রুয়ারী স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে পাঠানো সড়কের নাম পরিবর্তনের সেই চিঠি ও রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয় থেকে অতিরিক্ত জেলা প্রশাসকের ফোন পেয়ে জরুরী সভায় নাম ফলকটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তেই নাম ফলকটি ভেঙ্গে ফেলা হয়েছে।
পৌরসভার সচিব ইসমাইল হোসেন জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের চিঠি ও জেলা প্রশাসক কার্যালয় থেকে ব্যবস্থা নিতে নির্দেশনা আসলে গত ১লা মার্চ সকালে একজন রাজমিস্ত্রী ও একজন সহকারী পাঠিয়ে নামফলকটি অপসারণ করা হয়। সড়কের পুনরায় নামকরণের ব্যাপারে সরকারী নির্দেশনা অনুযায়ী শীঘ্রই সিদ্ধান্ত নেওয়া হবে।