রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী গতকাল ৩রা মে সকালে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, রাজবাড়ী পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কোরবান আলী মন্ডল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বিএনপি নেতা মোঃ আফছার আলী সরদার, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম শেখ প্রমুখ উপস্থিত ছিলেন -মাতৃকণ্ঠ।
রাজবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন
