Site icon দৈনিক মাতৃকণ্ঠ

শ্বশুর বাড়ীতে যৌতুকের দাবীতে স্ত্রী’কে নির্যাতন॥স্বামী গ্রেফতার

॥শিহাবুর রহমান॥ রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নে বাঘিয়ায় শ্বশুর বাড়ীতেই যৌতুকের দাবীতে স্ত্রীকে নির্যাতনের ঘটনায় স্বামী ও শ্বাশুড়ীর বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় গতকাল ৫ই মার্চ যৌতুক লোভী স্বামী ইলিয়াছ শেখ (২৬)কে পুলিশ গ্রেফতার করেছে। গত ২৪শে ফেব্র“য়ারী দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ইলিয়াছ বাঘিয়া গ্রামের আঃ আজিজ শেখের ছেলে।
জানাযায়, মাত্র ৫মাস আগে ইলিয়াছের সাথে একই গ্রামের রুনা খাতুন (১৯)-এর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে শ্বশুর শ্বাশুড়ীর পরামর্শে ইলিয়াছ পিতার বাড়ী থেকে ১লক্ষ টাকা যৌতুক দাবী করে তার স্ত্রী’কে চাপ দিতো। এতে অস্বীকার করায় সে রুনাকে নির্যাতন করে বাড়ী থেকে তাড়িয়ে দেয়।
গত ২৪শে ফেব্র“য়ারী দুপুরে ইলিয়াছ ও তার মা লুৎফা বেগম(৫৫) রুনা খাতুনের পিতার বাড়ীতে যায়। এ সময় তারা রুনা খাতুনকে তার পিতার কাছ থেকে ১লক্ষ টাকা যৌতুক বাবদ এনে দেয়ার কথা বলে। এতে অস্বীকার করায় ইলিয়াছ তাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় তার বাবা মা এগিয়ে তারা এলে চলে যায়। পরে আহত অবস্থায় রুনাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় রুনা খাতুন বাদী হয়ে গত ৪ঠা মার্চ স্বামী ইলিয়াছ শেখ ও তার শ্বাশুরী লুৎফা বেগমের বিরুদ্ধে রাজবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী/০৩) এর ১১(গ)/৩০ ধারায় মামলা দায়ের করে। এ মামলা দায়েরের পর রাজবাড়ী থানার পুলিশ গতকাল ৫ই মার্চ যৌতুক লোভী স্বামী ইলিয়াছকে গ্রেফতার করে।