Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মহান মে দিবস উপলক্ষে॥রাজবাড়ীতে জেলা সিপিবির আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা

॥চঞ্চল সরদার॥ মহান মে দিবস উপলক্ষে ‘দুনিয়ার মজদুর এক হও-শ্রমিক নির্যাতন শোষণ বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও’-শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র রাজবাড়ী জেলা শাখার আয়োজনে গত ১লা মে দুপুরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী রেলস্টেশনের সামনের ফুলতলা এলাকায় রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর রেলওয়ে শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় জেলা সিপিবির সাবেক সভাপতি ও জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি আবুল কালাম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, সদস্য সৌমেন দাস ভরত, সন্তোষ কুমার দাস, ইলিয়াস খাঁ, ধীরেন্দ্রনাথ দাস, বাংলাদেশ কৃষক সমিতির জেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার মন্ডল, জেলা উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, সাধারণ সম্পাদক সুকুমার সরকার, ছাত্র ইউনিয়নের জেলা শাখার সভাপতি আব্দুল হালিম বাবু, সাধারণ সম্পাদক কাওছার আহমেদ রিপন প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এজাজ আহম্মেদ।
জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া বলেন, আমাদের শ্রমিক ভাইদের দিনে ৮ ঘন্টা কাজ করার কথা, কিন্তু অনেক ক্ষেত্রেই আরো বেশী সময় কাজ করতে হয়। আমাদের দেশের সরকারী কর্মচারীরা যে সুুযোগ-সুবিধা পায় তা বেসরকারী খাতে কর্মরতরা পায় না। নির্মাণ শ্রমিক, রিক্সা-ভ্যান শ্রমিক, কৃষি শ্রমিকসহ সকল শ্রেণীর শ্রমিকরাই অধিকার বঞ্চিত। অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছে। অথচ দেশের গণতন্ত্রকে হত্যা করা হয়েছে।