Site icon দৈনিক মাতৃকণ্ঠ

ধর্ষণকারীদের ফাঁসির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন পালন

॥চঞ্চল সরদার॥ ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্তসহ সকল ধর্ষণকারীদের ফাঁসির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন পালিত হয়েছে।
গত ২৩শে এপ্রিল বিকালে রাজবাড়ী শহরের রেলগেটের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্বরে জেলা সিপিবি ও প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, জেলা সিপিবির সভাপতি আব্দুস সামাদ মিয়া, সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, জেলা উদীচীর সহ-সভাপতি সৌমেন দাস ভরত, ক্ষেত মজুর সমিতির জেলা শাখার সভাপতি আবুল কালাম, কৃষক সমিতির জেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার মন্ডল, জেলা মহিলা পরিষদের সভাপতি লাইলী নাহার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ পূর্ণিমা দত্ত, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শামীমা আক্তার মুনমুন, মাছবাড়ী জাহানারা বেগম কলেজের সহকারী অধ্যাপক সুজয় কুমার পাল, জেলা রেড ক্রিস্টে ইউনিটের সাধারণ সম্পাদক আকরাম হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আব্দুল হালিম বাবু, বন্ধুসভার নারী বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান আরা, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র ফারহান প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন দৈনিক প্রথম আলোর রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
বক্তাগণ বলেন, নুসরাতকে পুড়িয়ে হত্যার ঘটনায় অভিযুক্তসহ সকল ধর্ষণকারীদের ফাঁসি দিতে হবে। ধর্মীয় সহিংসতা ও নারী-শিশু নির্যাতনের সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অপরাধীদের সঠিক বিচার না হওয়ার কারণেই দিন দিন অপরাধের সংখ্যা বাড়ছে। অপরাধীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে, যাতে তারা অপরাধ করার সাহস না পায়।