॥স্টাফ রিপোর্টার॥ অভিনব কায়দায় হালখাতা করেছে রাজবাড়ী কাচা বাজার আড়ৎপট্টির মেসার্স আরাফাত কৃষি ভান্ডার। হালখাতার প্রচলিত নিয়ম হচ্ছে সারা বছরের লেনদেনের পাওনা টাকা পরিশোধ করে মিষ্টামুখ করা। সর্বত্রই এ রকম হালখাতার দৃশ্য দেখা গেলেও মেসার্স আরাফাত কৃষি ভান্ডারে ছিল ভিন্ন চিত্র।
গতকাল ২৮শে এপ্রিল ছিল মেসার্স আরাফাত কৃষি ভান্ডারের হালখাতা। সকাল থেকেই কৃষি পন্যের ডিলারের এই দোকানটিতে বিভিন্ন এলাকা থেকে আসেন রিট্রেইলার ও আদর্শ কৃষকগণ। বকেয়া টাকা পরিশোধের পাশাপাশি উপভোগ করেন উন্নতমানের খাবার। আর এসব আদর্শ কৃষক ও রিট্রেইলাদের মাঝে দেয়া হয় নানা রকমের পুরস্কার।
পুরস্কার পর্বে মেসার্স আরাফাত কৃষি ভান্ডারের প্রোপাইটর মোঃ আলাউদ্দিন হোসেন, ব্যবসায়ী কাজী আব্দুল খালেক, মোঃ রেজাউল করিম, মোঃ শওকত হোসেন, মোঃ আব্দুল খালেক, সমাজ সেবক এম. সাত্তার, কৃষক বন্ধু এগ্রো লিমিটেডের মার্কেটিং অফিসার রাশেদ আলম, ইস্পাহানী এগ্রো লিমিটেডের মার্কেটিং অফিসার সাধন চন্দ্র সরকার ও রাজধরপুর বাজারের ব্যবসায়ী ওহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
মেসার্স আরাফাত কৃষি ভান্ডারের প্রোপাইটর মোঃ আলাউদ্দিন হোসেন জানান, আমরা শুধু এসব পুরস্কারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আজ ২৯শে এপ্রিল আদর্শ কৃষকদের নিয়ে আনন্দ ভ্রমণে গোপালগঞ্জে যাবো। কৃষি, কৃষকের উন্নতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অঙ্গীকার নিয়ে আমাদের এ আয়োজন। আগামীতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।
রাজবাড়ীতে মেসার্স আরাফাত কৃষি ভান্ডারে ব্যতিক্রমী হালখাতা
