Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ী রেলস্টেশনের শেডে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিস্ত্রীর মৃত্যু

॥চঞ্চল সরদার॥ রাজবাড়ী রেলস্টেশনে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাঈম(১৮) নামের এক ওয়েল্ডিং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল ২৮শে এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত নাঈম রাজবাড়ী রেলস্টেশনের টিনের শেডের ওয়েল্ডিংয়ের(ঝালাই) কাজ করছিল। কাজ করার জন্য শেডের টিন খুলে ফেলে লোহার পাতগুলোতে ওয়েল্ডিং করা হচ্ছে। কাজ করার সময় অসতর্কতাবশতঃ নাঈমের শরীরের সঙ্গে শেডের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের স্পর্শ হলে সে কিছুক্ষণ তারের সঙ্গে আটকে থেকে নিচে পড়ে যায়। পরে স্থানীয়রা নাঈমকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ রবিউল আজম জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শেড থেকে পড়ে যাওয়ার জন্য নয়, বিদ্যুৎস্পৃষ্টেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে রাজবাড়ী রেলস্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেন, শেডে কাজ করার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সে মারা গেছে বলে তিনি শুনেছেন। তিনি আরও বলেন, ঠিকাদাররা বাইরে থেকে লোক নিয়ে কাজ করানোয় সব কিছু তাদের জানা থাকার কথা নয়।
উল্লেখ্য, নিহত ওয়েল্ডিং মিস্ত্রী নাঈম পাবনা জেলার ঈশ্বরদী থানার পিয়ারপুর গ্রামের লাছুর ছেলে।