Site icon দৈনিক মাতৃকণ্ঠ

‘প্লাস্টিক এ্যানিমিয়া’ রোগে আক্রান্ত দরিদ্র মেধাবী মৃত্যু পথযাত্রী সাব্বিরকে বাঁচাতে এগিয়ে আসুন !

॥স্টাফ রিপোর্টার॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের গোহাইলবাড়ী গ্রামের ‘প্লাস্টিক এ্যানিমিয়া’ রোগে আক্রান্ত হতদরিদ্র স্কুল ছাত্র সাব্বির আহম্মেদকে বাঁচাতে তার চিকিৎসার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট আর্থিক সহায়তার আবেদন করা হয়েছে।
সাব্বির বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীতে অধ্যয়নরত একজন মেধাবী ছাত্র।
সাব্বিরের মা সুমাইয়া পারভীন জানান, সাব্বির প্রায় ২বছর যাবৎ অসুস্থ্য। বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা গেছে, সে ‘প্লাস্টিক এ্যানিমিয়া’ নামের কঠিন রোগে আক্রান্ত। এ জন্য ২০ দিন পর পর তাকে বি পজেটিভ রক্ত দিতে হয়। একপর্যায়ে ঢাকার ল্যাব এইড হাসপাতালের ডাক্তারের পরামর্শে সুচিকিৎসার জন্য তাকে ভারতের ভেলোরে অবস্থিত সিএমসি হাসপাতালের ডাঃ রিক্কির কাছে নিয়ে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে, সাব্বিরের বনমেরু ট্রান্সফার করা হলে তাকে বাঁচানো সম্ভব হবে এবং এই বনমেরু ট্রান্সফার চিকিৎসার জন্য ভারতীয় মুদ্রায় ৩০ লক্ষ রুপী (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৪০ লক্ষ টাকা) খরচ হবে। যা তাদের পক্ষে সংগ্রহ করা কোনভাবেই সম্ভব নয়। সাব্বিরের পিতা ফকরুল ইসলাম সামান্য কাপড়ের ব্যবসায়ী। সংসারের সবকিছু খুইয়ে তারা ছেলের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। অর্থাভাবে চিকিৎসা না করিয়েই সেখান থেকে তাদের ফিরে আসতে হয়েছে। এখন তাদের একমাত্র সন্তানটি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এ অবস্থায় সাব্বিরকে বাঁচাতে তিনি সকলের নিকট আর্থিক সহায়তার আকুল আবেদন জানান।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জেলা পরিষদের সদস্য আব্দুস সাত্তার খান এবং বালিয়াকান্দি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুতুব উদ্দিন মোল্লা সাব্বিরকে বাঁচাতে আর্থিক সহায়তা দিয়ে এগিয়ে আসার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। আসুন সকলে মিলে যথাসাধ্য সহায়তা দিয়ে সাব্বিরকে বাঁচিয়ে তুলি।
উল্লেখ্য, রাজবাড়ী সাব্বির আহম্মেদের উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি,বিপিএম,পিপিএ-(সেবা) গতকাল ২৭শে এপ্রিল সাব্বিরের মা সুমাইয়া পারভীনকে নগদ ৪০হাজার ৪০০ টাকা অর্থ সহায়তা প্রদান করেন।
চিকিৎসার জন্য সহায়তা করা যাবে সাব্বিরের মা সুমাইয়া পারভীনের এই ব্যাংক হিসাব নম্বরে (সঞ্চয়ী হিসাব নং-২২০২০০১০১২৬৬৪, সোনালী ব্যাংক লিমিটেড, বালিয়াকান্দি শাখা, রাজবাড়ী)। তার মায়ের মোবাইল নম্বর ঃ ০১৯২১৪৫৪৪৯৪।