Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ॥রাজবাড়ীতে বিভিন্ন কমসূচী

॥স্টাফ রিপোর্টার॥ ‘বঙ্গবন্ধুর সোনার বাংলার শেখ হাসিনার অবদান-বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান’-শ্লোগানকে সামনে রেখে আজ ২৮শে এপ্রিল সারা দেশে সপ্তমবারের মতো জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হবে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে রাজবাড়ী জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে- আজ রবিবার সকাল ৯টায় জেলা জজ আদালত ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালী, একই স্থানে সকাল সাড়ে ৯টায় দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা, সাড়ে ১১টায় সেরা প্যানেল আইনজীবী পুরস্কার প্রদান, পৌনে ১২টা থেকে দিনব্যাপী রক্তদান, ব্লাড গ্রুপিং এবং লিগ্যাল এইড মেলা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নিলুফার সুলতানা।
উল্লেখ্য, দেশের দরিদ্র জনগোষ্ঠী, শ্রমিক, সহিংসতার শিকার নারী-শিশু এবং পাচারের শিকার মানুষের জন্য আইনি সেবা নিশ্চিত করতে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আইন প্রণয়নের মধ্যদিয়ে সরকারী খরচায় আইনগত সহায়তা কার্যক্রম শুরু করে। পরে এই আইনের অধীনে বিভিন্ন বিধি প্রণীত হয়। বিধিতে কারা আইনি সহায়তা পাবেন তা নির্ধারণ করা হয়।
দেশের সবক’টি জেলা আদালত, চৌকি আদালত এবং সুপ্রিম কোর্টে লিগ্যাল এইড সার্ভিস চালু রয়েছে। জেলা লিগ্যাল এইড অফিস গুলোকে এখন শুধু আইনি সহায়তা প্রদানের কেন্দ্র হিসেবেই সীমাবদ্ধ রাখা হয়নি, মামলা জট কমানোর লক্ষ্যে এ অফিসগুলোকে ‘এডিআর কর্ণার’ বা বিকল্প বিরোধ নিষ্পত্তির কেন্দ্রস্থল’ হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে। পক্ষসমূহের সম্মতির ভিত্তিতে লিগ্যাল এইড অফিসে বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তি করা হয়ে থাকে।
জাতীয় আইনগত সহায়তা দিবসটির প্রথম অনুষ্ঠান ২০১৩ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিগ্যাল এইড কল সেন্টার “জাতীয় হেল্পলাইন”-এর উদ্বোধন করেন। এ হেল্পলাইনে ১৬৪৩০ নম্বরে ফোন করে যেকোন ব্যক্তি জাতীয় আইনগত সহায়তা প্রদানকারী সংস্থার মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পাচ্ছেন।