॥সংবাদদাতা॥ ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০১৬-২০১৭-এর আওতায় ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মাসব্যাপী ছেলেদের ক্রিকেট প্রশিক্ষণ গত ১লা মার্চ সমাপ্ত হয়েছে।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে বিকেল ৪টায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী আকবরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) এস.এম সেলিম শাহনেওয়াজ এবং বিশেষ অতিথি হিসেবে মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান বক্তব্য রাখেন। উক্ত প্রশিক্ষণে ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
মধুখালীতে ক্রিকেট প্রশিক্ষণ সমাপ্ত
