Site icon দৈনিক মাতৃকণ্ঠ

দৌলতদিয়া ঘাটে ট্রাফিক পুলিশের কন্ট্রোল রুমের ২য় তলা উদ্বোধন

॥এম.এইচ আক্কাস॥ রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-সেবা গতকাল ২৬শে এপ্রিল বিকালে দৌলতদিয়া ঘাটে ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুমের দ্বিতীয় তলা উদ্বোধন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) মোঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রেজাউল করিম, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, বিআইডব্লিউ টিসি’র ঘাট ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম, রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ কামাল হোসেন ভূইয়া, ট্রাফিক ইন্সপেক্টর আবুল হোসেন গাজী, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ নাজমুল হুদা, আসাদুজ্জামান, মাহবুব হোসেন, সার্জেন্ট সঞ্জিব, মিঠুন, উৎপল, মেহেদী, টিএসআই রাজ্জাক প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কয়েক বছর পূর্বে রাজবাড়ী জেলা পুলিশের তত্ত্বাবধানে দৌলতদিয়া ঘাটে এই ট্রাফিক পুলিশ কন্ট্রোল রুম নির্মাণ করা হয়। পরে এটির ২য় তলা নির্মাণ এবং সৌন্দর্য বর্ধনের উদ্যোগ গ্রহণ করা হয়।