Site icon দৈনিক মাতৃকণ্ঠ

রাজবাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

॥আসহাবুল ইয়ামিন রয়েন॥ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে ও সিভিল সার্জনের কার্যালয়ের সহযোগিতায় গতকাল ২৪শে এপ্রিল সকালে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯টায় সিভিল সার্জনের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালীটি বের হয়ে হাসপাতাল সড়ক দিয়ে পাবলিক হেলথ মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক ও জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মোঃ শওকত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, অন্যান্যের মধ্যে এনজিও রাসের নির্বাহী পরিচালক লুৎফর রহমান লাবু প্রমুখ বক্তব্য রাখেন।
পুষ্টি সপ্তাহের বিভিন্ন বিষয় তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জনের কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডাঃ কাজী শফিউল আজম শুভ।
এ সময় রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম গোলদার, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরে সফুরা ফেরদৌস, বিভিন্ন সরকারী দপ্তর ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাগণ, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, দূরদর্শীতার কারণে জাতির জনক বঙ্গবন্ধু এদেশের মানুষের পুষ্টির কথা চিন্তা করে ১৯৭৫ সালের ২৩শে এপ্রিল বাংলাদেশ পুষ্টি পরিষদ গঠন করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধু শহীদ হওয়ার পর পরবর্তীতে বিএনপিসহ যে সমস্ত দল দেশের ক্ষমতায় ছিল তারা আর কখনোই এদেশের মানুষের কোনটায় ভালো হবে সেই চিন্তা করেনি। যার কারণে বঙ্গবন্ধুর এই মহৎ উদ্যোগ আর আলোর মুখ দেখেনি। পরবর্তীতে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতায় এসে এদেশের মানুষের পুষ্টির কথা চিন্তা করে এই পুষ্টি সপ্তাহ পালন করছে। সরকারের এই কার্যক্রম সফল করার মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে পুষ্টিগুণে মেধাসম্পন্ন হয় সেই জন্য আমাদের সকলকে ব্যাপক প্রচারের মাধ্যমে পুষ্টি সপ্তাহ সফল করতে হবে। বক্তব্যের শেষে তিনি জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন। এছাড়াও সভায় জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।