Site icon দৈনিক মাতৃকণ্ঠ

বালিয়াকান্দির শাপলা ক্লিনিকসহ ২টি আইসক্রীম ফ্যাক্টরীর জরিমানা

॥তনু সিকদার সবুজ॥ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সদরের শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসহ ২টি আইসক্রীম ফ্যাক্টরীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল ২৪শে এপ্রিল দুপুরে অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান বাজার অভিযানে তাদেরকে এই জরিমানা করা হয়।
অভিযানকালে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করাসহ নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে ফ্রিজের মধ্যে রক্ত রাখার দায়ে বালিয়াকান্দি সদরের হাসপাতাল রোডের শাপলা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং উৎপাদিত আইসক্রীমে যথাযথভাবে মোড়ক ব্যবহার না করায় আমতলী বাজারের সেতু সুপার আইসক্রীম ফ্যাক্টরীকে ৫হাজার টাকা ও পল্লব সুপার আইসক্রীম ফ্যাক্টরীকে ৩হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় তাদেরকে এই জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক এবং বালিয়াকান্দি উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক পনিরুজ্জামান পনিরসহ পুলিশের একটি দল ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করে।
এছাড়াও অভিযানকালে কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করে তাদেরকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে ধারণা দেয়া হয় এবং লিফলেট বিতরণ করে আইনটি মেনে চলার আহ্বান জানানো হয়।