॥কামরুল মিঠু॥ রাজবাড়ী গুড় বাজারের একটি তুলার দোকানে গতকাল ২৪শে এপ্রিল দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাজবাড়ী ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত তুলার দোকানী আব্দুর রহিম জানান, আগুন তুলার মিক্সিং মেশিনসহ ১০ মণের মতো তুলা পুড়ে গেছে। এতে তার অর্ধলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম জানান, খবর পেয়ে ১২জনের একটি টিম নিয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আশপাশের দোকানপাটগুলো খোলা থাকায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ তাৎক্ষণিক আগুন নেভানোর জন্য এগিয়ে আসায় বড় ধরনের ক্ষয়-ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে।
অল্পের জন্য বড় ধরনের ক্ষয় ক্ষতির থেকে রক্ষা॥রাজবাড়ী গুড় বাজারের তুলার দোকানে আগুন
