॥কালুখালী প্রতিনিধি॥ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ২৪শে এপ্রিল সকালে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ খোন্দকার আবু জালালের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তুষার কান্তি রায়, ডাঃ ইবাদত হোসেন, স্বাস্থ্য পরিদর্শক সুশীল কুমার রাহা, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর তালেবুর রহমান, মেডিকেল টেকনোলজিস্ট(ইপিআই) শম্ভু দেবনাথ, সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার মঞ্জুরুল ইসলাম ও রতনদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।
কালুখালীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র্যালী-আলোচনা সভা
