॥বালিয়াকাান্দি প্রতিনিধি॥ বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতশালা গ্রামে বিরোধপূর্ণ ২৫শতাংশ জমির কাঁচা ধান কর্তনের ঘটনায় আদালতে মামলা দায়ের হয়েছে।
মামলার বাদী ভাতশালা গ্রামের মোমিন শেখ জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে গত ১৭ই এপ্রিল আমার ভোগ দখলীয় ২৫ শতাংশ জমিতে রোপনকৃত কাঁচা ধান একই গ্রামের আবজাল শেখ, সজিরুদ্দিন শেখ ও মোহন শেখসহ তাদের ভাড়াটিয়া লোকজন কেটে ফেলে। আমার লোকজন বাধা দিতে গেলে তাদেরকে মারধর করা হয়।
এ ঘটনায় ১৮ই এপ্রিল রাজবাড়ীর আদালতে ২০জনকে আসামী করে একটি মামলা করেছি। যার নং-মিস.পি-১১২/১৯। আদালত মামলার বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বালিয়াকান্দি থানার ওসিকে আদেশ দিয়েছে।
বালিয়াকান্দিতে বিরোধপূর্ণ জমির কাঁচা ধান কর্তনের ঘটনায় আদালতে মামলা
