Site icon দৈনিক মাতৃকণ্ঠ

জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পাংশায় র‌্যালী ও আলোচনা

॥প্রতিনিধি॥ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’-শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে গতকাল ২৪শে এপ্রিল সকালে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আনজুয়ারা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট(গাইনী) ডাঃ শর্মী আহম্মেদ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা এই র‌্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন।