॥স্টাফ রিপোর্টার॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি গতকাল ২৩শে এপ্রিল দুপুরে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় প্রস্তাবিত রাজবাড়ী সেনানিবাস এলাকার পদ্মা নদীর ভাঙ্গন কবলিত স্থানসমূহ পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী স্পীডবোটযোগে কালুখালীর প্রস্তাবিত রাজবাড়ী সেনানিবাস এলাকায় এসে পোঁছালে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর ৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সরওয়ার হাসান, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) আলমগীর হুছাইন, অতিরিক্ত পুলিশ সুপার(হেডকোয়ার্টার) মোঃ ফজলুল করিম, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া ইসলাম লুনা এবং রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন নিলুফাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত সেনানিবাস এলাকার নদী ভাঙ্গন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
কালুখালীতে প্রস্তাবিত রাজবাড়ী সেনানিবাস এলাকার নদী ভাঙ্গন পরিদর্শনে প্রতিমন্ত্রী
