Site icon দৈনিক মাতৃকণ্ঠ

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে দৌলতদিয়া থেকে ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতা গ্রেপ্তার

॥স্টাফ রিপোর্টার॥ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের নেতৃত্বে একটি মাদক বিরোধী রেইডিং টিম গত ২২শে এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া বদন মৃধার পাড়ায় অভিযান চালিয়ে ৪৫ পিস ইয়াবাসহ ২জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো ঃ উত্তর দৌলতদিয়া নতুন পাড়ার সামাদ সেখের ছেলে সাহিদুল সেখ(৩০) এবং লুৎফর মুন্সির ছেলে সুকচাঁদ মুন্সি(২৪)। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রিত নগদ ৬হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তরপূর্বক তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।