Site icon দৈনিক মাতৃকণ্ঠ

আজ রাজবাড়ীতে সফরে আসছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী॥পরিদর্শন করবেন রাজবাড়ী সেনানিবাসের নদী ভাঙ্গন এলাকা

॥স্টাফ রিপোর্টার॥ পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, এমপি আজ ২৩শে এপ্রিল রাজবাড়ী সফরে আসছেন।
তার সরকারী সফরসূচী অনুযায়ী, প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আজ ২৩শে সকাল ৭টায় রাজধানী ঢাকা হতে সড়ক পথে রাজবাড়ীর উদ্দেশ্যে রওনা দিবেন। সকাল ৯টায় তিনি পাটুরিয়া ফেরী ঘাটে এসে পৌঁছাবেন এবং স্পীডবোটযোগে সকাল ১০টায় রাজবাড়ীতে এসে বিকাল ৩টা পর্যন্ত রাজবাড়ী শহর রক্ষা প্রকল্পর (ফেইজ-২) এবং কালুখালী উপজেলার নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন।
এছাড়াও তিনি কালুখালীতে প্রস্তাবিত রাজবাড়ী সেনানিবাস এলাকায় ভয়াবহ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করবেন। এ সময় রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ জিল্লুল হাকিম এবং ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আতাউল হাকিম সরোয়ার হাসান, জেলা প্রশাসক মোঃ শওকত আলীসহ পানি উন্নয়ন বোর্ডের শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বিকেলে স্পীডবোটেযোগে পাটুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখান থেকে সড়ক পথে ঢাকায় ফিরে যাবেন।