॥রফিকুল ইসলাম॥ জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহের রাজবাড়ী জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান গতকাল ২০শে এপ্রিল বিকাল সাড়ে ৩টায় সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডাঃ মোঃ রহিম বক্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার কর, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ দীপক কুমার বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান ও সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডাঃ গোলাম ফারুক প্রমুখ বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোকারেমা মানজুরা।
উল্লেখ্য, সারা দেশে ১৬-২০শে এপ্রিল জাতীয় স্বাস্থ্য সেবা সপ্তাহ পালিত হয়।
রাজবাড়ী জেলা পর্যায়ের স্বাস্থ্য সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত
